মরা প্রতিনিয়ত Google সার্চ করে থাকি। এমন কোনো দিন নেই আমাদের জীবনে যেখানে আমরা গুগল সার্চ করি না। কিন্তু জানা আছে কি, এহেন Google search এই অজ্ঞাত কারণবশত কোন ভুল আপনি করে ফেললে,আপনার অ্যাকাউন্টের সমস্ত টাকা খোয়াতে পারেন! ঠিক এমনটাই হলো দিল্লির এই ব্যক্তির সাথে।Google এ সার্চ করার সময় সামান্য একটা ভুল করার নিদারুন খেসারত দিতে হল তাঁর! যার ফলস্বরূপ নিমেষের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮০,০০০ হাজার টাকা হারালেন তিনি।



কুরিয়ার কোম্পানি DTDC- র কাস্টমার কেয়ারের নাম্বার খোঁজার জন্য Google সার্চ করেছিলেন দিল্লি সেই ব্যক্তি।অনুসন্ধানের পর সেই নাম্বারটিতে তিনি ফোন করতেই বিপত্তি বাড়ে, সাইবার অপরাধীদের খপ্পরে পড়েছেন তিনি। আর ফোনটি সোজা চলে যায় সাইবার ক্রিমিনালদের কাছে।


  কথোপকথনের মধ্য দিয়ে দিল্লির ওই ব্যক্তির সমস্ত জরুরী তথ্য জেনে নিয়ে Google শিটে নথিভূক্ত করতে থাকে সাইবার অপরাধীরা। আর তারপর TeamViewer  Quicksuppor এর link পাঠিয়ে থাকে সেটি ডাউনলোড করার নির্দেশ দেয় প্রতারকদের সেই দল।



এরপর প্রতারকরা সেই ব্যক্তির ঠিকানা ও ব্যাঙ্ক ডিটেলস সম্পর্কে যাবতীয় তথ্য জানতে, পাখি মাত্র দু টাকার একটি ট্রানজেকশন করতে বলে। আর সেই ডিটেলস Google sheet এ লিপিবদ্ধ করে নেয় তারা। শুধু তাই নয়। স্ক্যামারেরা এও জানাই যে, কতক্ষণ অব্দি তিনি কুরিয়ার সার্ভিস থেকে ডেলিভারি পাবেন না, যতক্ষণ না পুরো টাকা মেটাচ্ছেন।এই দুই টাকার ট্রানজাকশন এর জন্য প্রতারকরা দিল্লির ওই ব্যক্তিকে ডেবিট কার্ড ব্যবহার করতে বলে, যাতে করে কার্ডের সমস্ত ডিটেইলস তাদের একেবারে হাতের নাগালে চলে আসে।


TeamViewer Quicksuppor এর সাহায্যে প্রতারকেরা ওই ব্যক্তির স্মার্টফোন ডিসপ্লে দেখতে পাচ্ছিলেন। ফোন থেকে তিনি কি করছেন কাকে মেসেজ পাঠাচ্ছো এসব লাইভ ভিউ দেখতে পাচ্ছিলেন প্রতারকরা। এরপরই আসল কাণ্ডটি ঘটেছে। দিল্লির ওই ব্যক্তির ফোনে একটি OTP নম্বর আসে,  TeamViewer থেকে দেখতে পায় প্রতারকরা।


 টুক করে ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৪০,০০০ কেটে নেয়। পরক্ষণে স্ক্যামারেরা জাস্ট কয়েক সেকেন্ডের ব্যবধানে আরেকটা OTP পাঠায় এবং ৪০,০০০ তুলে নেয়‌। অর্থাৎ সব মিলিয়ে ৮০,০০০ টাকা হারিয়ে ফেলেন। আর তা কেবল মাত্র Google এর একটা ছোট্ট ভুল দেখানোর কারণে।



আপনার মতামত কমেন্ট বক্সে জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন